সভাপতি

মোঃ রফিকুল ইসলাম

সভাপতির বানী

প্রধান শিক্ষক

ক্যালেন্ডার

জরুরী লিংক

জাতীয় জরুরী সেবা

সামাজিক যোগযোগ

প্রতিষ্ঠানের ইতিহাস

….. জেলার ………… উপজেলাধীন ……….. ইউনিয়নের অর্ন্তগত সাজানো-গোছানো একটি গ্রামের নাম- …………। প্রাথমিক শিক্ষা শেষ করে হাতে গোনা দু’চারজন ছাড়া গ্রামবাসীর কারো পক্ষেই দুর-দুরান্তে গিয়ে উচ্চ শিক্ষা অর্জন ছিল শুধুই স্বপ্ন। এ স্বপ্নকে বাস্তবে রুপায়িত করে গ্রামবাসীর মাঝে উচ্চশিক্ষার দ্বার উম্মোচন করতে সর্বোচ্চ ত্যাগ শিকার করে ……..সনের ………. উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসেন ………….. (যিনি প্রথম প্রধান শিক্ষক) এবং মরহুম ……………. (যিনি প্রথম সভাপতি ও দাতা সদস্য)। তাঁদের সংগে হাত মিলিয়ে দেন আব্দুল লতিফ মন্ডল………….., মরহুম …………., মরহুম ………….., মরহুম ………….., ………….., প্রমুখ। বিদ্যালয় প্রতিষ্ঠায় তৎকালীন গ্রামবাসীর সকলেরই কম-বেশী অবদান রয়েছে। তাঁদের মধ্যে আরো কয়েকজনের অবদান উল্লেখ যোগ্য। তাছাড়াও এ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে তৎকালীন নিয়োগ প্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণ বিনাবেতনে তাঁদের মেধা ও শ্রম দিয়ে যে জ্ঞানপ্রদীপ জ্বালিয়ে দিয়েছেন তার ঋণ অপরিশোধ্যই রয়ে যাবে অনন্তকাল।
…..সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। তখন থেকে আজ অবধি শিক্ষক মন্ডলী, অভিভাবক, ম্যানেজিং কমিটি তাদের সর্বোত্তম সাফল্য এবং শ্রেষ্ঠত্বের সাথে আজ অবধি প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। বর্তমানে, প্রতিষ্ঠানে … জন শিক্ষক এবং ….. জন শিক্ষার্থী এখানে অধ্যয়নরত রয়েছে। মানসম্পন্ন শিক্ষা প্রদান এবং মানবসম্পদ উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আরও বেশি অবদান রাখার জন্য কর্তৃপক্ষ, ব্যাপক প্রকল্প গ্রহণ করেছে।

Scroll to Top